মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রতিনিধিঃ
বাংলাদেশ শ্রমিক পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখার সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন (চকেট) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেলে ভোলার বিছিন্ন ইউনিয়ন মদনপুরের পাঠওয়ারী বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আব্দুল খালেক মেম্বার, কাজল চৌধুরী, আলাউদ্দিন মাল, ছাত্রনেতা ফিরোজ মাহামুদ মহিন,লোকমান মিঝি, ছাত্রনেতা ইয়ামিন হাওলাদার, কাসেম মাঝি, সাদ্দাম মাল, কালিমুল্লাহ মালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় মদনপুর ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন মসজিদে তার উদ্যোগে ইফতার আয়োজন করা হয়।
সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পাঠওয়ারী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদুর ইসলাম।