মাগুরার আছিয়ার মৃত্যুর শোক কাটতে না কাটতে নীলফামারীতে ৭ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঢুলিয়া বাজার এলাকায়। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসি ধর্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ্দ করেছেন।
এলাকাবাসি জানায় ধর্ষনের শিকার শিশুটি (আঁখি মনি) ঢুলিয়া বাজার গ্রামের মামা অটোচালক সফিয়ার রহমানের বাড়ীতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করছে । আঁখি মনির পিতা আপন থাকে পঞ্চগড়ে আর মা আকলিমা থাকেন সৌদি আরবে।
শুক্রবার (১৪ মার্চ) কোন এক সময়ে শিশুটিকে বিস্কুট খাওয়ার লোভ দেখিয়ে প্রতিবেশি ভ্যান চালক আবু বক্কর নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষন করে। ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটি ভয়ভীতি দেখান হয়। সন্ধ্যার পর মেয়েটি তার শরীরের বিশেষ স্থানে ব্যথার জ্বালায় ছটফট করতে থাকেন। তার নানি ব্যথার কারণ জানতে চাপ দিলে শিশুটি ঘটনাটি খুলে বলেন। এদিকে ঘটনাটি মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকাবাসি রাতে ধর্ষক আবু বক্করকে আটক করে বেধম মারপিট করে পুলিশের হাতে সোপর্দ্দ করেন। রাতেই শিশুটিকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুর রহিম জানান গভীর রাতে শিশুটি গাইনী বিভাগে ভর্তি করা হয়। শনিবার (১৫ মার্চ) দুপুরে শিশুটির পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ বলেন ধর্ষনের অভিযোগে শুক্রবার রাত ১টার দিকে আবু বক্কর নামে এক ব্যক্তিকে আমাদের কাছে সোপর্দ্দ করেন এলাকাবাসি। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।