মেহেরপুর প্রতিনিধিঃ
এবার মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা আশারুল(৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে গাংনী থানা পুলিশ তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করে। সেই সাথে ভুক্তভোগী মেয়েকে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে জেনারেল হাসপাতালে । আশারুল গাংনী উপজেলার কাজিপাড়া গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে।
মেয়ে তার অভিযোগে জানায়, গত মাসের ২৮ তারিখ রাতে বাবা আশারুল তার ঘরে প্রবেশ করে ধর্ষন করে। পরে সে ঢাকায় তার স্বামীর বাসায় চলে যায়। পরবর্তীতে ওই মেয়ে থানায় উপস্থিত হয়ে বাবার বিরুদ্ধে একটি ধর্ষন অভিযোগ করে। পুলিশ মামলাটি গ্রহন করে আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে ও মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করে।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, মেয়ের অভিযোগটি আমলে নিয়ে বাবাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।