আক্কাছ আলী (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
মুন্সিগঞ্জের আলোচিত যুবদল নেতা আবু ইলিয়াস শান্ত হত্যা মামলা থেকে শ্রমিক নেতার অব্যাহতির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। মানববন্ধনে ফেডারেশনের সহ সভাপতি মো. গোলাম কিবরিয়া মিজিকে ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবী করেন তারা।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকে এই কর্মসূচি পালন করে।
এসময় বক্তারা ফেডারেশনের সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া মিজির বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহরের দাবি জানান।
মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি জাতীয় প্রেসক্লাব চত্বর হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের মুন্সিগঞ্জ জেলা সভাপতি মো. তাইজুল ইসলাম বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গত বছর (২০২৪) ১ নভেম্বর রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার বকচর সংলগ্ন মেঘনা নদীতে স্পিড বোর্ড ও মাছ ধরার ট্রলারে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় ৫ স্পিড বোর্ডে থাকা ৫ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে যুবদল নেতা আবু ইলিয়াস শান্ত মারা যান। সেই ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রনোদিত সাজানো হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা।