সোহেল রানা, সিংগাইর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ১০ ও ৭ বছরের চার শিশুকে কুপ্রস্তাব, অশ্লীল কথাবার্তা ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে এক চা বিক্রেতার মোঃ বাবুল হোসেনের(৪০) বিরুদ্ধে। বাবুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করেছে।
গত ১৩ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রামনগর বাজারে ঘটনাটি ঘটে। বাবুল হোসেন জামির্ত্তা ইউনিয়নের মুন্সীনগর গ্রামের মৃত. হানিফের ছেলে। রামনগর বাজারে চায়ের দোকান পরিচালনা করেন বাবুল হোসেন।
স্থানীয় ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থী প্রতিবেশী এক শিক্ষিকার কাছে প্রত্যেক দিন বিকেলে আরবি পড়তে যায়। আরবি পড়তে যাওয়া-আসার পথে চা বিক্রেতা বাবুল হোসেন বিভিন্ন সময় তাদেরকে অশ্লীল কথাবার্তা, অশালীন আচরণ এবং কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো।
বৃহস্পতিবার বিকেলে ঐ ৪ জন শিক্ষার্থী বাড়ী ফেরার পথে সিংগাইর থানাধীন রামনগর বাজারের টিউবয়েল নিকট পৌছালে পূর্বে থেকে ওৎ পেতে থাকা বাবুল হোসেন তাদের অশালীন কথাবার্তা বলে। একপর্যায়ে বিবাদী তাদের কাছে ধরার জন্য এগিয়ে গেলে তারা ভয়ে দৌড়ে বাড়ীতে চলে যায়।
তাদের ভয়ে কাপতে দেখে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জিজ্ঞাসা করলে সমস্ত ঘটনা জানায়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে রামনগর বাজারে বিবাদীর দোকানে গেলে বাবুল হোসেন কৌশলে দোকান হতে পালিয়ে যায়।
অভিযুক্ত বাবুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার বিরুদ্ধে অভিযোগ করছে। স্থানীয় ভাবে আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং তারা তারা আওয়ামীলীগ রাজনীতি করতো। তারা আমাকে ফাঁসানোর জন্য তারা এমন মিথ্যা অভিযোগ করেছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, অভিযোগটির তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।