মো:ফারুক আহমেদ, ঘাটাইল প্রতিনিধিঃ
”আপনার কিডনি সুস্থ আছে কি,
কিডনি সুরক্ষায় অঙ্কুরেই সনাক্ত করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাটাইলে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে দিনব্যাপি নানা কমসূচি দিবসটি উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালইসিস সেন্টারের ঘাটাইল শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ করা হয়।
অধ্যাপক ডাঃ এম এ সামাদ সভাপতিত্বে এর র্যালিটি বাসস্ট্যান্ড এলাকায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালইসিস সেন্টারের সামনে সমাবেশ করে।
র্যালিতে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালইসিস সেন্টারের মেডিক্যাল অফিসারসহ প্রশাসনিক কর্মকর্তারা ও সচেতনতামূলক সুশীল সমাজের মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন। পরে পথচারীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।