শেখ নজরুল ইসলাম (তালা উপজেলা প্রতিনিধি)
সাতক্ষীরার তালা উপজেলার সুজন সাহা বাজারের সার ও কীটনাশক বিক্রেতা রহমান এন্টারপ্রাইজের মালিক মোস্তাফিজুর রহমান রনির বিরুদ্ধে, দীর্ঘদিন যাবত সিনজেন্টা কোম্পানির অনুমোদন ছাড়াই সিনজেন্টা কোম্পানির বিভিন্ন নকল কীটনাশক ঔষধ বিক্রয় করার অভিযোগ পাওয়া যায়।
এই অভিযোগের ভিত্তিতে (১২ই মার্চ বুধবার দুপুর ২টার সময়) মোস্তাফিজুর রহমান রনির দোকানে
নকল কীটনাশক ওষুধ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত কৃষক অদ্যুৎ খাঁ এর অভিযোগের ভিত্তিতে সিনজেন্টা কোম্পানির পাটকেলঘাটা তালা উপজেলার দায়িত্বে থাকা,
ডিস্ট্রিবিউটার মহাদেব এবং সাংবাদিকসহ স্থানীয় লোকজন ঘটনা স্থলে এসে রহমান এন্টারপ্রাইজের মালিক মোস্তাফিজুর রহমান রনির দোকানে অন্য একজন কৃষকের দ্বারা সিনজেন্টা কোম্পানির পচা রোগের কীটনাশক ঔষধ ক্রাই করতে পাঠানো হয় ।
তখন তার কাছেও ঐ নকল কীটনাশক ঔষধ বিক্রয় করার সময় সিনজেন্টা কোম্পানির ডিস্ট্রিবিউটার মহাদেবের হাতে ধরা পড়ে যান মুস্তাফিজুর রহমান রনি।
তাৎক্ষণিক জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ে যোগাযোগ করা হলে, তাৎক্ষণিক সহকারি পরিচালক ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তানভীর এসে উক্ত রহমান এন্টার প্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান রনির দোকানে ৭টি প্লাস্টিকের বোতলে থাকা ৭০০শো গ্রাম নকল কীটনাশক ঔষধ ও ভেজাল মালসহ ইউরিয়াও বেশি দামে বিক্রয় করার সঠিক তথ্য প্রমাণ পাওয়ায় এবং বিভিন্ন অনিয়মের তথ্যের সত্যতা পাওয়াই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক রনিকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করেন। এবং উক্ত নকল কীটনাশক গুলো ড্রেনে ফেলেদিয়ে নষ্ট করা হয়।.