আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে সুবিধাবঞ্চিত ও দরিদ্র প্রায় ১৭০টি মুসলিম পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাসী কল্যাণ সংস্থা। বুধবার (১২ মার্চ) সকালে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক সৌদি প্রবাসী মহিউদ্দিন মহিন, পরিচালক জার্মান প্রবাসী নেছার উদ্দিন ভূঁইয়া ও অন্যান্য প্রবাসী সদস্যদের সার্বিক সহযোগিতায় এই উদ্যোগটি বাস্তবায়িত হয়। বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং সংস্থার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় সংস্থার পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য ছোলা, খেজুর, চিনি, তেল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এতে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষদের মাঝে পবিত্র রমজানে কিছুটা হলেও স্বস্তি এনে দেওয়ার চেষ্টা করা হযঅনুষ্ঠানে ভার্চুয়ালি প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহি উদ্দিন মহিন বলেন, “প্রবাসে থেকেও আমরা দেশের মানুষের কথা ভাবি। রমজান হলো সংযমের মাস, কিন্তু অনেক মানুষ কষ্টের মধ্যে দিনযাপন করে। আমাদের সংগঠন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, এই উদ্যোগ তারই অংশ। ভবিষ্যতেও আমরা এই ধরনের কাজ চালিয়ে যাব।
এ ছপরিচালক জার্মান প্রবাসী নেছার উদ্দিন ভূঁইয়া বলেন“আমাদের লক্ষ্য শুধু ইফতার সামগ্রী বিতরণ করা নয়, বরং অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। প্রবাসে থাকলেও আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।”এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবদুল মান্নান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, শহিদুল ইসলাম মিন্টু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো,প্রবাসী কল্যান সংস্থার পরিচালক – সেচ্ছাসেবক মোজাম্মেল হোসেন, রফিকুল ইসলাম রবি, সাংবাদিক নুর হোসেন সুমন,। পরিচালক মুফতি শোয়াইব,সাংবাদিক মো: হারুন, সংস্থার সদস্য চান্দন হোসেন রাজু, সদস্য ওমর ফারুপ্রমুখ।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দরিদ্রদের জন্য আরও ব্যাপক আকারে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করা হবে। ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানসহ নানাবিধ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রবাসী কল্যাণ সংস্থার এমন উদ্যোগ সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জন্য আশীর্বাদস্বরূপ। স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সমাজে মানবতার দৃষ্টান্ত আরও শক্তিশালী হবে