সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিএনপি নেতার অবৈধ ইটভাটা এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার (১২ মার্চ) উপজেলার দলগ্রাম শ্রীখাতা ও শ্রুতিধর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযুক্ত ইটভাটাগুলো যথাক্রমে কালীগঞ্জ বিএনপির আহ্বায়ক ও ৫নং চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এমজেএ এবং আতোয়ার মাঝির বিবিএমসি’র মালিকানাধীন।
পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সমন্বয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ইটভাটাগুলোর চুল্লি এস্কেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। ফায়ার সার্ভিসের সাহায্যে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়। পরিবেশ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন চন্দ্র রয় অভিযানে তত্ত্বাবধান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী লাইসেন্সবিহীন ও পরিবেশ বিধিমালা লঙ্ঘনকারী ইটভাটা বন্ধে এই অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, “দলগ্রাম কালভৈরব ও শ্রুতিধরে এমজেএ ও বিবিএমসি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। চুল্লি ধ্বংস ও আগুন নিভিয়ে এসব স্থাপনার অপারেশন স্থগিত করা হয়েছে। উপজেলায় কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না।”
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবেশ দূষণ ও নিষিদ্ধ কাঠ পোড়ানোর অভিযোগে গত কয়েক মাসে এ অঞ্চলে একাধিক ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, আইনভঙ্গকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।