বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ভোলায় নিষেধাজ্ঞার ১২ দিনেও মেলেনি জেলেদের খাদ্য সহায়তার চাল

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে চলছে ইলিশসহ সকল প্রকার মাছ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার ১২ দিন পার হলেও এখনো মেলেনি জেলেদের খাদ্য সহায়তার চাল। ফলে চরম হতাশায় দিন পার করছেন কর্মহীন হয়ে পড়া ভোলার প্রায় ২ লক্ষাধিক জেলে। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞার সময়ের জেলেদের খাদ্য সহায়তার চাল প্রথম সপ্তাহে বিতরন […]

প্রতিনিধি ডেস্ক

১২ মার্চ ২০২৫, ২৩:৫৪

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা

ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে চলছে ইলিশসহ সকল প্রকার মাছ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার ১২ দিন পার হলেও এখনো মেলেনি জেলেদের খাদ্য সহায়তার চাল। ফলে চরম হতাশায় দিন পার করছেন কর্মহীন হয়ে পড়া ভোলার প্রায় ২ লক্ষাধিক জেলে।

মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞার সময়ের জেলেদের খাদ্য সহায়তার চাল প্রথম সপ্তাহে বিতরন করার কথা থাকলেও কিছু ত্রুটির জন্য একটু সময় লাগছে। তবে জেলেদের খাদ্য সহায়তার চাল চলতি মাসের মধ্যে বিতরণ সম্পন্ন হবে।

মৎস্য বিভাগের তথ্যমতে জেলায় নিবন্ধিত জেলে রয়েছে ১ লাখ ৭০ হাজার ২৮৩ জন। তাদের অনুকূলে ৪০ কেজি করে ৮৯ হাজার ৬০০ শত জেলে পরিবারের জন্য ৭ হাজার ১৬৮ টন চাল বরাদ্দ হয়েছে।

এদিকে জেলেরা বলছেন, নদীতে অভিযানের নামে সাধারণ জেলেদের উপর জুলুম করা হচ্ছে। পাইজাল, খুটা জাল নদীতে দিব্যি মাছ শিকার করে বেড়াচ্ছে। সাধারণ জেলেরা সরকারের দেওয়া অভিযান মানলেও পাইজাল, খুটা জাল এগুলো প্রশাসনকে ম্যানেজ করে নদীতে ঠিকই মাছ ধরছে বলে অভিযোগ করেন জেলেরা।

মৎস্য বিভাগ বলছে, খুটা জাল, পাইজালের বিরুদ্ধে তাদের অভিযান চলমান রয়েছে। নামাজ ও ইফতারের সময় কিছু অসাধু জেলেরা ফাঁকি দিয়ে নদীতে নামছেন। তবে প্রতিদিনই এসকল জাল জব্দ করা হচ্ছে।

ভোলার উপকূলীয় কয়েকটি মৎস্য ঘাট ঘুরে জেলেদের সাথে কথা বলে জানা যায়, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে দিন গুনছেন তারা। তবে পেটের দায়ের কিছু জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ শিকার করতে যান। এসকল জেলেরা বলছেন পেট তো আর নিষেধাজ্ঞা মানছে না। এনজিওর কিস্তির, পরিবারের খাদ্য জোগান দিতেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে নামছেন তারা। তাদের দাবী নিষেধাজ্ঞার ১২ দিন পার হলেও এখনো মেলেনি তাদের বরাদ্দকৃত সরকারি সহায়তার চাল।

ভোলার খাল এলাকার আব্দুল্লাহ মাঝি, মোসলেউদ্দিন মাঝি, আলামিন মাঝি দৈনিক সকালকে জানান, রমজান মাসে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিন যাচ্ছে তাদের। একদিকে নদীতে অভিযান অন্য দিকে সমিতির লোকজন বাড়িতে এসে বসে থাকে কিস্তির জন্য। আবার নিষেধাজ্ঞার ১২ দিন পার হলেও এখনো পাননি সরকারি চাল। চাল পেলে কিছুটা দুর্ভোগ কম হতো বলেও জানান তারা।

মাঝির খাল এলাকার রহিম মাঝি জানান, এনজিও থেকে টাকা নিয়ে জাল ট্রলার করেছি। কিস্তির জন্য সমিতির লোকজন এসে বসে থাকে। নিষেধাজ্ঞার সময়ে না খেয়ে বাড়িতে থাকা গেলেও সমিতির টাকা না দিয়ে বাড়িতে থাকা যাচ্ছে না। এই সময়ে এনজিওর কিস্তি বন্ধ থাকলে কিছুটা স্বস্তি পেতাম।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, মা ইলিশ রক্ষায় আমাদের টহল কার্যক্রম জোরদার রয়েছে। খুটা জাল, পাইজালের বিরুদ্ধে আমরা তৎপর রয়েছি। নদীতে নামলেই জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলেদের খাদ্য সহায়তার চাল বিতরনের সকল কাজ সম্পন্ন হয়েছে। দুই এক দিনের মধ্যেই চাল বিতরন করা হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, জেলায় ১২ দিনে ৬ জেলেকে আটক করা হয়েছে। এছাড়াও ৫ লক্ষ ১০ হাজার মিটার জাল জব্দ ও জাল নৌকাসহ ৩৮ হাজার টাকার নিলাম করা হয়েছে।

সারাদেশ

১৬ বছর চাকুরিচ্যুত পুলিশ কর্মকর্তা অপারেশন ডেভিল হান্টের নেতৃত্বে

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে বলেছেন,অপারেশন […]

নিউজ ডেস্ক

০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২০:৪৬

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে বলেছেন,অপারেশন ডেভিল হান্ট শুরু।

এই অপারেশনের নেতৃত্বে রয়েছেন ১৬ বছর চাকুরিচ্যুত থাকার পর চাকরি ফিরে পাওয়া এক পুলিশ কর্মকর্তা।

সারাদেশ

সেই ৩ ডাকাতের মিলেছে পরিচয়

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আত্মসমর্ণ করা ডাকাতরা হলেন- শারাফাত, শিফাত ও নিরব। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এতথ্য নিশ্চিত করেছেন। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ভবনের নিচতলার বরিশাল ফার্মেসি মালিক ও প্রত্যক্ষদর্শী […]

নিউজ ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আত্মসমর্ণ করা ডাকাতরা হলেন- শারাফাত, শিফাত ও নিরব।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ভবনের নিচতলার বরিশাল ফার্মেসি মালিক ও প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের চিল্লাচিল্লি শুনে এগিয়ে এসে দেখি ব্যাংকে ডাকাত ঢুকেছে। এসময় ব্যাংকের গেট ও জানালা বন্ধ করে দেওয়া হয়।

তিনি জানান, আটক তিন ডাকাতের বয়স ১৮ থেকে ২০ হবে। জানালা দিয়ে সবাইকে বন্দুক উঁচিয়ে হুমকি দেয়। সবার মুখে মাস্ক ছিলো। হাতে অস্ত্র ছিলো।

এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলেন ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রাখে।

জানা গেছে, ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। এ সময় নিরাপত্তার স্বার্থে ব্যাংক–সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সন্ধ্যার দিকে আত্মসমর্পণ করে তারা।

 

সারাদেশ

নাটোরে ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

মনিরুল ইসলাম ডাবলু, (নাটোর প্রতিনিধি): নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনে যাত্রাবিরতি অবস্থায় আকস্মিকভাবে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুই বগির মাঝখানে হুকটি ভেঙ যায়। এতে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। নতুন হুক লাগিয়ে ও সংযোগ স্থাপনের পর এক ঘন্ট বিলম্বে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ […]

নিউজ ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৩

মনিরুল ইসলাম ডাবলু, (নাটোর প্রতিনিধি):
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনে যাত্রাবিরতি অবস্থায় আকস্মিকভাবে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুই বগির মাঝখানে হুকটি ভেঙ যায়। এতে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নতুন হুক লাগিয়ে ও সংযোগ স্থাপনের পর এক ঘন্ট বিলম্বে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টা ১০ মিনিটে মাধনগর রেলওয়ে স্টেশনের ৩ নং লাইনে এ ঘটনা ঘটে।
অপর লাইনগুলো সচল থাকায় অন্যান্য ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি।
মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ উজ্জ্বল আলী এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ১২ টা ১০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনের ৩ নং লাইনে প্রবেশ করে।
স্টেশন বিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের (ঝ) বগি ও (ঞ) বগির মাঝখানের সংযোগ হুক ভেঙে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মেরামত শেষে দুপুর সোয়া ১ টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।