নীলফামারীর ডিমলায় ১২ বছর বয়সের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে পুলিশ রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া গ্রামে।
স্থানীয়রা জানায় ওই গ্রামের বাক প্রতিবন্ধী শিশুটি পিতা-মাতা পাশ্ববর্তী বাড়ীতে বেড়াতে যায়। এ সময় শিশুটি ঘরে একা ছিল। এ সুযোগে রফিকুল ইসলাম (৪৫) শিশুটিকে ধর্ষনের চেষ্টা করেন। ছটফট করার শব্দে প্রতিবেশীরা জানতে পেরে ঘটনাস্থল থেকে রফিকুলকে আটক করে পুলিশের কাছে সোর্পদ্দ করেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত ব্যক্তিকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে শিশুটির প্রাথমিক চিকিৎসার জন্য ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।