নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কিছমত বনগ্রাম (মনাপাশা) বাজারে চলতি খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, কারচুপি সহ সরকারী নিয়মনীতি মানা হয়নি বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
কিছমত বনগ্রাম (মনাপাশা) বাজারে প্রাথমিকভাবে মনোনিত (৪৩নং ক্রমিক) আশরাফুল ইসলামের কিছমত বনগ্রাম (মনাপাশা) বাজারে কোন দোকানঘর কিংবা গুদামঘর নাই।
দোকানঘর বা গুদামঘর না থাকার বিষয়টি তদন্তকারী কর্মকর্তা বাজারে গিয়ে প্রাথমিক তদন্তকালে দোকানঘর কিংবা গুদামঘর না থাকার বিষয়টি প্রমাণিত হয়। যা প্রাথমিক বাচাইকালে তার আবেদন বাতিল হওয়ার কথা ছিল। কিন্তু খাদ্য অফিস থেকে তার আবেদন বাতিল করা হয়নি।
প্রাথমিকভাবে নির্বাচিত মোঃ আশরাফুল ইসলাম ডিলার নিয়োগ পাওয়া সম্পূর্ন অযোগ্য থাকার পরেও মোটা অংকের লেনদেনের মাধ্যমে এই নিয়োগ বৈধ করার চেষ্ঠা করা হচ্ছে।
উক্ত বিষয়ে অভিযোগকারী মওদুদ আনওয়ার ভূইঁয়া ৪৩নং ক্রমিকে প্রাথমিকভাবে মনোনিত ডিলার আশরাফুল ইসলামের ডিলারশীপ বাতিল করার জন্য যথাযথ অভিযোগ ময়মনসিংহ জেলা প্রশাসক মহোদয় সহ নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি খাদ্য বান্ধব কমিটি জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ নান্দাইলের সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়েছে।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, ডিলারের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।