সজিব রেজা , দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিয়ের তিন দিনের মাথায় স্বামীর বাড়ি থেকে তানিয়া আক্তার (১৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নববধূ তানিয়া আক্তার (১৮) পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে।
নিহত তানিয়ার পরিবারের সদস্যরা জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুই পরিবারের আলোচনার মাধ্যমে তানিয়া আক্তারের সঙ্গে পাশের উপজেলার (চিরিরবন্দর) দক্ষিণ হযরতপুর গ্রামের মো. আব্দুর রহিমের সঙ্গে বিয়ে হয়। শনিবার রাতে আব্দুর রহিমের বাড়ি থেকে তানিয়াকে নিজ বাড়িতে আনা হয়।
রোববার তানিয়াকে নিতে আব্দুর রহিমের বাড়ি থেকে লোকজন আসেন। খাওয়া-দাওয়া শেষে তারা নতুন বউকে নিয়ে সন্ধ্যার আগে চলে যান। পরে রাত ৩টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন জামাই রহিম মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামীকে আটক করি। নিহতের পরিবারের সদস্যরা একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে কোর্টে চালান করা হয়েছে।
এদিকে তানিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বুধবার (১২ মার্চ) গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের আমবাড়ি বাজারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রচুর যানযট তৈরি হয়।
বক্তারা দাবি করেন তানিয়াকে শুধু তার স্বামী আব্দুর রহিম একা হত্যা করেনি। তানিয়াকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এর সঙ্গে আরো দুই জন জড়িত। তাদের নামে মামলা না করে শুধু একজনের নামে মামলা করে তাকে আটক করে চিরিবন্দর থানা পুলিশ।
তারা বাকি দুই ব্যাক্তির নামে মামলা না হওয়ার জন্য চিরিরবন্দর থানার ওসিকে দায়ি করেন। এবং বাকি দুইজন কে হত্যা মামলায় সংযুক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে ফাঁসির দাবি জানায় । না হলে তারা ওসির পদত্যাগ এর জন্য আন্দোলন করার কথা বলেন।
বিক্ষোভ মিছিলের ব্যানারে কুখ্যাত ধর্ষক ও হত্যাকারী দাবি করে তিন জনের ছবি দেওয়া আছে। আব্দুর রহিম ( মালাইপুর, দিনাজপুর), সামসুল( ভাগলপুর, নবাবগঞ্জ, দিনাজপুর), মন্জুরুল ( ভাগলপুর, নবাবগঞ্জ, দিনাজপুর) ।
এসময় প্রচুর যানজট বাধলে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার লিয়াকত আলী এসে সবার কথা শুনে সুষ্ঠ বিচারের পক্ষে মত দিয়ে রাস্তা থেকে সবাইকে সরিয়ে যাওয়ার অনুরোধ করেন।