মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর প্রতিনিধি):
সুবর্ণচর উপজেলাধীন সিডিএসপি-ব্রিজিং প্রকল্পভূক্ত বিভিন্ন মৌজায় স্বপ্নের কাঙ্খিত বন্দোবস্তীয় খতিয়ান ভূমিহীন পরিবারের মাঝে দীর্ঘ প্রতিক্ষায় থাকার পর তুলে দেওয়া হলো। আজ সেই খতিয়ান হাতে পেয়ে আনন্দিত ভূমিহীন পরিবার গুলো।
মঙ্গলবার (১১ মার্চ ) দুপুরে সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত খতিয়ান বিতরন সম্পূর্ণ হয়।
সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক, খন্দকার ইসতিয়াক আহমেদ। সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী, চরজব্বার থানার অফিসার ইনসার্জ শাহীন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুবর্ণচরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ভূমিহীন পরিবারের সদস্যবৃন্দ।
আজ এই ধাপে ৩নং চরক্লার্ক ইউনিয়নের পশ্চিম উরির চর মৌজার ৫০টি ভূমিহীন উপকারভোগী পরিবারের মাঝে প্রধান অতিথি বৃন্দ ভূমিহীনদের শেষ ঠিকানা স্বপ্নের কাঙ্খিত বন্দোবস্তীয় খতিয়ান হস্তান্তর করেন।
ভূমিহীন দম্পতি জেসমিন আক্তার ও সিরাজুল মাওলা বলেন, দীর্ঘ দিন অপেক্ষার প্রহর শেষ হয়েছে। এটা স্বপ্ন ছিলো, বাস্তবে রুপ দিয়েছেন স্যারেরা। আমরা স্যারদের প্রতি কৃতজ্ঞ। দুই হাত তুলে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করি। আল্লাহ উনাদের সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুক যেন ভালো কাজ করতে পারে আরো বেশি বেশি। আমরা কোন ঝামেলা ছাড়াই এসব খতিয়ান হাতে পেয়েছি বলেও জানান গণমাধ্যমকে উভয়।
উল্লেখ্যঃ উপজেলা অফিস সূত্রে জানাযায়, সুবর্ণচরে এর আগেও পূর্ব চর মজিদ মৌজা, চরজব্বর ইউনিয়ন, মোহাম্মদপুর ইউনিয়ন, চরক্লার্ক ইউনিয়নের বিভিন্ন মৌজাতে প্রায় ৩ হাজারের অধিক পরিবার কাঙ্খিত বন্দোবস্তকৃত খতিয়ান হাতে পেয়েছে উপজেলা ভূমি অফিসের আন্তরিকতায় ভূমিহীন পরিবার গুলো।