মজিবর রহমান, মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের বলেশ্বর নদ তীরবর্তী এলাকায় দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভাটার মালিক কে চার লক্ষ টাকা অর্থ দণ্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্ট।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ইট ভাটায় অভিযান চালিয়ে এএলবি ইট ভাটার মালিক আসাদ লস্কর ও সেলিম ইটভাটার মালিক সেলিম হাওলাদার কে দুই লক্ষ টাকা করে চার লক্ষ টাকা অর্থ দন্ডাদেশ দেন সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম জানান, উপজেলার তুষখালী ইউনিয়নের ৩টি ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ১টি ইটভাটা বন্ধ পাওয়া যায়।
কার্যক্রম চলমান রয়েছে, এমন ০২(দুই) টি ইট ভাটায় কাচামালের উৎস সংক্রান্ত ধারা লঙ্ঘনের অপরাধে সংশ্লিষ্ট আইনে সর্বমোট ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি ইট ভাটা কর্তৃপক্ষদ্বয়কে প্রয়োজনীয় সকল অনুমতিপত্র প্রদর্শন ও সংরক্ষণ ব্যতীত কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য,মোবাইল কোর্ট এর আগেও ছোট মাছুয়া গ্রামের এইচএইচবি ইট ভাটা ও ভাইজোড়া গ্রামে মক্কা ইট ভাটার মালিক কে দুই লক্ষ টাকা অর্থ দন্ডাদেশ দেন।