পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক পিরোজপুর জেলা শাখা।
সোমবার (১০ মার্চ) ইন্দুরকানী উপজেলার টগড়া কামিল মাদ্রাসা ও ইয়াতিমখানায় ৫০ জন ছাত্রদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন পিরোজপুর ০১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম, টগড়া কামিল মাদ্রাসা ও ইয়াতিমখানার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ হিল মাহমুদ, আইএফআইসি ব্যাংকের পিরোজপুর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ কামাল হোসেন সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনসাধারণ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
উল্লেখ্য, দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাসব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।