সাইফুল ইসলাম, কয়রা( খুলনা) প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা সদর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০মার্চ) বিকাল ৫ টায় ২ নং কয়রা স্কুল বাড়ি মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আমির মুহা: মিজানুর রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি মাওলানা ইউনুস আলীর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি বলেন, রমজানের রোজা মানুষকে পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি দেয় এবং আত্মাকে দহন করে ঈমানের শাখা প্রশাখা সঞ্জিবীত করে তিনি আরও বলেন রমজান হলো আত্মগঠনের মাস সংযমের মাস, মাহে রমজানের শিক্ষা নিয়ে জনকল্যাণমূলক কাজ ও সুন্দর সমাজ গঠন করতে আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এছাড়াও তিনি রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন সেক্রেটারি প্রফেসর নুরুজ্জামান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম সহ অন্যন্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণ।