সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে দিনাজপুর জেলা মহিলাদল।
সোমবার (১০ মার্চ ) সকাল ১১ হতে ১২টা পর্যন্ত দিনাজপুর শহরের নিমতলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা মহিলাদল। মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে জেলা মহিলাদলের ৫ শতাধিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহীন সুলতানা ডিউটি।
এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন দুলাল ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, মাগুরাসহ সারা দেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের শাস্তি না দিলে ধর্ষকরা আরো বেপরোয়া হয়ে উঠবে। তাদের এমন শাস্তি দিতে হবে যাতে অন্যরা সতর্ক হয়ে যায়।
মহিলাদলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি বলেন, অতিতে নারী ধর্ষক ও নারী নির্যাতনকারিদের উপযুক্ত বিচার না করায় ধর্ষকরা আজ বেপরোয়া হয়ে উঠেছে। ধর্ষকদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তাই অবিলম্বে নারী ধর্ষক ও নির্যাতনের বিচার করার জন্য অন্তর্বর্তিকালিন সরকারের প্রতি দাবি জানান তিনি।
মানববন্ধন শেষে নিমতলা প্রেসক্লাবের সামনে থেকে এক বিশাল মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলরোডস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে গিয়ে শেষ করে।
অপরদিকে, দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১০ মার্চ) বিকাল ৩টায় উপজেলার রাণীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
বক্তারা বলেন, দেশব্যাপী শুধু ধর্ষণ নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর আগেও ধর্ষণের ঘটনায় বিচারহীনতার অভাবে আসামিরা পার পেয়ে গেছে। যার কারণে একের পর এক এ ধরনের ঘটনা বেড়েই চলছে। অথচ নারীদের পোশাকের ওপর দোষারোপ করা হচ্ছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?