মোঃ হাসনাইন আহমেদ,ভোলা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও ভোলা জেলা পুলিশের যৌথ অভিযানে এক দুষ্কৃতিকারী আটক হয়েছে। শনিবার (৯ মার্চ) রাত ২টার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটক দুষ্কৃতিকারী হলো ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরনবী শিকদার বাবুল। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অন্যান্য অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটক সাদ্দাম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার গ্রেপ্তারের ফলে এলাকার সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করেছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, অপরাধ দমনে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে।