মো:তানসেন আবেদীন, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
রমজান মাসজুড়ে সাধারণ মানুষের জন্য ক্রয়মূল্যে চাল, ডাল, তেল, ছোলা, চিনি, মুড়ি ও খেজুর সরবরাহ করছে এম. এ. হাশেম ইয়াতুননেছা ফাউন্ডেশন।
রবিবার (৯ মার্চ) সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের কদমতলী এলাকায় ‘ক্রয় দামে বিক্রয়’ প্রকল্পের ৫ম বুথ উদ্বোধন করা হয়। সকাল ১১টায় এই প্রকল্পের উদ্বোধন করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জি. এম. সাদরিল।
এই উদ্যোগের মাধ্যমে রমজান মাসজুড়ে প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বল্পমূল্যে নিত্যপণ্য কিনতে পারবে সাধারণ মানুষ।
উদ্বোধনী বক্তব্যে জি. এম. সাদরিল বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে, যাতে স্বল্পমূল্যে রোজাদার পরিবারগুলো তাদের প্রয়োজনীয় নিত্যপণ্য পেতে পারে। ভবিষ্যতেও এই প্রকল্প চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি ও দৈনিক অগ্রাবাণী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী বলেন,”বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আসছেন। এই প্রকল্পও তার সমাজসেবামূলক কাজেরই অংশ।
আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সুস্থ ও ভালো থাকেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকতে পারেন।”
সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার উদ্যোক্তা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম আহাম্মেদ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল,
শাহ-আলম পাটোয়ারী, রিপন বেপারী, ৭নং ওয়ার্ড জাসাসের সভাপতি ডা. জহির, সহ-সভাপতি সোলেইমান, সাধারণ সম্পাদক আল-ইসলাম, ৭নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি সাগর বাবু, সাধারণ সম্পাদক আকাশ, আল-আমিন ও শাহ-আলম প্রমুখ।