আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি:
সারাদেশে একের পর এক ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। এসময়, সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ দাবি ছিল ‘ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করতে হবে’।
প্রথমে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সাধারণ শিক্ষার্থীরা নগরীর পূবালী চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেন৷
এসময় শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায়।
সমাবেশে শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত ও ফাঁসি দেওয়া, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কঠোর আইন প্রয়োগ এবং যৌন নিপীড়নবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রশাসনের নিকট।
মানববন্ধনে অংশ নেওয়া ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী ফাতেমন জান্নাত বলেন, আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ যেখানে প্রত্যেকটি মেয়ে নিরাপদে বাঁচতে পারবে। যেখানে সকল শ্রেণীর মানুষের কাছে মেয়ে নিরাপদ থাকবে।