দৌলতখান (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরপাতা ইউনিয়ন শাখা।
শনিবার ( ৮ মার্চ) সন্ধ্যায় চরপাতা কাজীর হাট বাজারে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চরপাতা ইউনিয়ন সভাপতি হাফেজ ইসমাইল এর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য মুহাদ্দিস ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা হাসান তারেক হাওলাদার, উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, উপজেলা মজলিসে শূরা সদস্য
আবুল কালাম আজাদ, উপজেলা তারবিয়াত বিষয়ক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, চরখলীফা ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান খাঁন সহ প্রমুখ।