নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী সেলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকেল ৩টায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সিপিবি নারী সেলের দুর্গাপুর উপজেলা কমিটির আহ্বায়ক তাসলিমা বেগমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং, সিপিবির নারী নেত্রী সাদিয়া সুলতানা পান্না, সিপিবির শহর শাখার কমরেড মরিয়ম আক্তার এবং উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রমুখ।
আলোচকরা বলেন, সমাজের প্রতিটি স্তরে এখনো নারীরা নানা বৈষম্য ও শোষণের শিকার। কর্মক্ষেত্রে সমান সুযোগ ও নিরাপত্তার অভাব, পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ সীমিত, পাশাপাশি যৌতুক, বাল্যবিবাহ, গার্হস্থ্য সহিংসতা ও নারীদের প্রতি অব্যাহত নিপীড়ন আজও রয়ে গেছে।
তারা আরও বলেন, “একজন নারীকে আজও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে নানা বাধার সম্মুখীন হতে হয়। বাবা, স্বামী কিংবা সন্তানের পরিচয়ে একজন নারীকে চিহ্নিত করা হয়, যা নারীর আত্মপরিচয়ের সংকট তৈরি করে। সমাজ, পরিবার এমনকি রাষ্ট্রও নারীদের প্রকৃত মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে।”
নারীর অধিকার প্রতিষ্ঠা ও লিঙ্গসমতার দাবিতে নারীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “নারীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শুধু আইনি কাঠামো তৈরি করলেই হবে না, বরং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং নারীদের আত্মসচেতনতা বৃদ্ধি করাও জরুরি।”
অনুষ্ঠানে স্থানীয় নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন এবং নারী অধিকার প্রতিষ্ঠায় নিজেদের সম্পৃক্ততার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।