আক্কাছ আলী, (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে ব্রিজ না থাকায় পরিত্যক্ত বিদ্যুতের খুঁটিই যেন এখন ব্রিজ। পরিত্যক্ত খুঁটি দিয়ে সেতু তৈরি করে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছে। খালের ওপর বিদ্যুতের খুঁটি ফেলে সেতুর চাহিদা পূরণ করছেন তারা।প্রায় গড়ছে দুর্ঘটনা ও প্রতিনিয়তই তাদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়।
চান্দারচরে খালের ওপর সেতু না থাকায় বিদ্যুতের খুঁটি ফেলে সেতুর চাহিদা মেটাচ্ছেন গ্রামবাসী। স্থানীয়রা জানান, প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ এই সেতুটি দিয়ে যাতায়াত করে। চান্দেরচর খালের ওপর ছোট্ট একটা সেতু দরকার। সেতুটি দিয়ে গাড়িতে যাতায়াতের স্বপ্ন পূরণ হবে কি না সেটএ ছাড়া উপজেলার রহিমগঞ্জ বাজার থেকে উত্তর-পশ্চিম দিকে চান্দারচর, মারিয়ালয়ে যাতায়াতের সড়কটিও কাঁচা।
প্রাকৃতিক দুর্যোগসহ নানা সময়ে এই সড়কটি দিয়ে যাতায়াতেও বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন এই অঞ্চলের মানুষ। সড়কটি রহিমগঞ্জ বাজারের উত্তর পাশ দিয়ে চাপারচর, মারিয়ালয় হয়ে টঙ্গীবাড়ি বাজারের বাঁশবাড়ি হয়ে টঙ্গীবাড়ি বাজারের সাথে যুক্ত রয়েছে।
৩ কিলোমিটার সড়কটিতে হাজার হাজার মানুষের ভোগান্তির যেন শেষ হচ্ছে না। সড়কটি যান চলাচলের উপযোগী না হওয়াতে সড়কটিতে চলছেস্থানীয়দের দাবি এখানে একটি সেতু নির্মাণ করা হোক এবং কাঁচা সড়কটি যেন যান চলাচলের উপযোগী সড়কে পরিণত করা হয়।
টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, বিপুল জনগোষ্ঠীর স্বার্থে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রকৌশল বিভাগকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।