নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর চিনিশপুর ইউনিয়নে চুরি করতে এসে জনতার হাতে আটক হয় আপন দুই ভাই ও বড় ভাইয়ের পালিত পুত্র। শুক্রবার (৭ মার্চ) চিনিশপুর ইউনিয়নের সঙ্গিতা মহল্লার কাটবাগান এলাকা থেকে এই তিন চোরকে স্থানীয় জনতা ধরে পুলিশে সোপর্দ করে।
আটককৃত এই তিন চোর হল অত্র ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার শাজাহানের দুই ছেলে যথাক্রমে লাদেন (২২), শাহীন (৩০) ও রায়পুরা হাসনবাদ এলাকার নিরব (১৬)। নিরব শাহীন কেই বাবা বলে ডাকে বলে জানিয়েছে।
এলাকাবাসী জানায়, সকালে এই তিন চোর পশ্চিম ঘোড়াদিয়া (সঙ্গিতা) এলাকার কাটবাগানের পাশে অবস্থিত ঋষি পাড়ায় চুড়ি করতে যায়। তখন স্থানীয়দের চোখে পড়লে পালিয়ে যাওয়ার আগেই ওদেরকে হাতে নাতে ধরে। স্থানীয় লোকজন ওদের ধোলাই দিয়ে গাছের সাথে বেধে রাখে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ওদের কে গ্রেফতার করে নিয়ে যায়।
স্থানীয় সাবেক মেম্বার মোরাদ হোসেন বলেন, তিনজন চুরি করতে এসে ধরা পড়লে এলাকাবাসী তাদের গাছের সাথে বেধে রাখে। এই দুই ভাইয়ের বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ ছিল। তারা এলাকা সহ বিভিন্ন জায়গায় চুরি করত।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, সকালে চিনিশপুরের সঙ্গিতা মহল্লায় তিন চোরকে আটক করে জনতা গন ধোলাই দিয়ে গাছের সাথে বেধে রাখে। পরে খবর পেলে ফোর্স পাঠিয়ে ওদের গ্রেফতার করা হয়। ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?