সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে। রেল মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন (স্মারক নং ৫৪.০১.৮১০০.১৫৪.০৩.০৫৪.২৪.২০৭) অনুযায়ী, আগামী ১০ মার্চ ২০২৫ থেকে ‘বুড়িমারী এক্সপ্রেস’ সরাসরি ঢাকা-বুড়িমারী রুটে চলাচল শুরু করবে।
গত ১২ মার্চ ২০২৪ থেকে ঢাকা-লালমনিরহাট রুটে সীমিত পরিসরে চলা এই ট্রেনটি এখন বুড়িমারী পর্যন্ত সম্প্রসারিত হলো।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৭ ডিসেম্বর হাতীবান্ধা রেলস্টেশনে জনগণের রেল ও সড়ক অবরোধের মুখে রেলওয়ে কর্তৃপক্ষ প্রকল্প বাস্তবায়নে তৎপর হয়।
যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ও ‘বুড়িমারী এক্সপ্রেস’-এর রেক সংযুক্ত করে ট্রেনটি সম্প্রসারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, টাইম টেবিল-৫৪-এ এটির পরিচালনা কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুড়িমারী রেলস্টেশনের অবকাঠামো উন্নয়নসহ ওয়াটার হাইডেন্ট স্থাপন ও প্ল্যাটফর্ম সংস্কার সম্পন্ন করা হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছিল, যা বাস্তবায়নের পর ট্রেন চলাচলের উপযোগী হয়েছে। এ উদ্যোগে যাত্রীরা নিরাপদ ও আরামদায়ক সেবা পাবেন বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়।
স্থানীয় বাসিন্দারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি অঞ্চলের যোগাযোগব্যবস্থার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি সৃষ্টি করবে।
বাংলাদেশ রেলওয়ের প্রধান অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) এর কার্যালয় সূত্রে জানানো হয়, ভবিষ্যতে আরও নতুন রুট চালু ও যাত্রীসেবার মানোন্নয়নে নানা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
বুড়িমারী এক্সপ্রেসের চালুকে রেলওয়ের আধুনিকীকরণের ধারাবাহিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি রেলসংযোগ জোরদার হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।