মোহাম্মদ তারেক, রামগঞ্জ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নয়নপুর গ্রামের অস্বচ্ছল ও অসহায় প্রায় ১৬০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও সেমাই চিনি বিতরণ করলো উক্ত এলাকার বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন নয়নপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন।
নয়নপুর এলাকার প্রতিটি বাড়ি থেকে নিখুঁতভাবে যাচাই করে প্রাপ্য পরিবারগুলোর কাছে ইফতার সামগ্রী ও সেমাই চিনি নিয়ে যায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা!উপকারভোগী পরিবারগুলোর নাম গোপন রেখে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে বাড়িতে উপহার পৌঁছে দেওয়ার নজির এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে!
প্রতি প্যাকেজ উপহারের মধ্যে ছিল- দেড় কেজি ছোলা,দুই কেজি মুড়ি, দুই কেজি আলু,দুই কেজি পিয়াজ,১কেজি চিনি,১লিটার তেল,১ কেজি খেজুর,২ প্যাকেট সেমাই এবং ১ প্যাকেট গুড়া দুধ।উক্ত প্যাকেজের সাথে ইফতার ও সাহরীর সময়সূচি সম্বলিত সংগঠনের ২০২৫ সালের ক্যালেন্ডার দেওয়া হয়!
উপকারভোগী কয়েকটি পরিবারের সাথে কথা বলে জানা যায় তারা নয়নপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রমে ভীষণ সন্তুষ্ট, তারা এই সংগঠনের এসব ভালো কাজগুলো সবসময়ের মত অব্যাহত রাখার অনুরোধ জানান।
সার্বিক বিষয় জানতে চাইলে সংগঠনের সভাপতি মনজুরুল ইসলাম বলেন, আমাদের সংগঠন প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্নরকমের সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে, ইনশাআল্লাহ এলাকার সকলের সহযোগিতা নিয়ে আমরা ভালো কাজগুলো করে যাবো।
আমাদের কার্যক্রমকে সফল করার জন্য অতীতের মত সংগঠনের সদস্য থেকে শুরু করে,এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিশেষ করে প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করেছে,আমি সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে কৃতজ্ঞতা এবং ভবিষ্যতেও পাশে থাকার অনুরোধ জানাই।
উল্লেখ্য নয়নপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন নয়নপুর এলাকার স্বনামধন্য স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন।