নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে এক ইউপি মেম্বারকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্যে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে লালপুর উপজেলার পালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ৪ নং ওয়ার্ডের মেম্বার মুজাহার আলী (৪৫) দূর্বৃত্তদের গুলির লক্ষ্যভ্রষ্ট হলেও ভাগ্যক্রমে রক্ষা পান তিনি। মুজাহার আলী ঐ গ্রামের মৃত বাহাউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর সরকার (৫৬) জানান, দুইটি মোটর সাইকেলে ৬ জন লোক এসে মুজাহার মেম্বারের বাড়ির সামন থামে। এরপর তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
এসময় মুজাহার মেম্বার “বাচাও বাঁচাও” বলে চিৎকার করলে আমি দৌড়ে গিয়ে একটি মোটরসাইকেল ধরে ফেলতে চেষ্টা করি। কিন্তু ধাক্কা খেয়ে পড়ে যাই। পরে সেই মোটরসাইকেল থেকে তিনজন নেমে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, তারা ৫-৬ রাউন্ড গুলির শব্দ শুনেছেন ও হাতে বন্দুক দেখেছেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের মুখে কয়েক রাউন্ড গুলি ছোড়ার কথা শুনেছি।
তবে খোজাখুজি করেও কোন গুলির খোসা পাওয়া যায় নি। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।