মোহাম্মদ তারেক, রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে কৃষক মোশারেফ হোসেন মিজির ১১শ শসা গাছ উপড়ে ফেলেছে দূর্বৃত্তরা। এতে ওই কৃষকের আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ( ৪ মার্চ ) উপজেলার জয়পুরা গ্রামের মিজি বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক মোশারফ হোসেন মিজি জানায়, চলতি মৌসুমে ‘স্মার্ট কৃষি প্রজেক্ট’-এর অধীন তিনি ১১শ শসা গাছ লাগিয়ে ছিলেন। ক্ষেতে ফলন আসতে শুরু করেছে। বুধবার সকালে শ্রমিকরা ক্ষেতে কাজ করতে এসে দেখে আমার ক্ষেতের ১১শ শসা গাছই মরে শুকিয়ে গেছে। এতে আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে কৃষকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।