মোঃ হাসনাইন আহমেদ, ভোলা।
ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা এই স্লোগানকে ধারণ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার আয়োজনে বুধবার (৫ই মার্চ) বিকেলে ভোলা সরকারি কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায়েখ পরিষদের ভোলা জেলা সভাপতি মুফতি ইয়াছিন নবীপুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম,জয়েন্ট সেক্রেটারি মুফতি আবদুল মমিন,
জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা সভাপতি মাওলানা আবদুর রহমান চৌধুরী,সেক্রেটারি প্রভাষক মাহাদী হাসান,ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ মনির হোসেন স্যার, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শাহেদ উদ্দিন স্যার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. এরশাদ স্যার,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আবু জাফর,জেলা সভাপতি এইচ এম মাহমুদুল হাসান,
সাবেক সভাপতি সাংবাদিক আল আমিন,কলেজ শাখা সাবেক সভাপতি মুহাম্মদ মাইনউদ্দিন,ছাত্র অধিকার পরিষদ ভোলা সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দসহ প্রমূখ।