আক্কাছ আলী (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জে ২৭০০ কেজি ওয়েস্ট গুঁড়া সুতাসহ একটি বড় ট্রান্সপোর্টের কন্টেইনার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে সেটি আটক করা হয় এবং তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে গাজীপুরের এপলিয়ান গ্রুপ থেকে ২৭০০ কেজি ওয়েস্ট গুঁড়া সুতা নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় একটি কন্টেইনার। রাত ১২টার দিকে সেটি পঞ্চবটি এলাকায় পৌঁছায়, কিন্তু লেবার সংকটের কারণে মালামাল আনলোড করা সম্ভব হয়নি। ফলে গাড়িটি ইস্টার্নের পার্কিংয়ে রাখা হয়।
কিছুক্ষণ পর চালক গোসল করতে যান, তবে মাত্র ৩০ মিনিট পর ফিরে এসে দেখেন, কন্টেইনারটি আর সেখানে নেই। সাথে সাথে চালক ও সংশ্লিষ্টরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
ভোর সাড়ে পাঁচটার দিকে লৌহজং থানার হলদিয়া ইউনিয়নের জাগরণী মাঠের সামনে একটি বট গাছের সঙ্গে ধাক্কা খায় কন্টেইনারটি। এতে স্থানীয় এক ব্যক্তির বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় আশপাশের লোকজন ছুটে এসে কন্টেইনারে থাকা তিন ব্যক্তিকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় স্থানীয়রা কন্টেইনারে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে।
ট্রান্সপোর্ট কোম্পানি জানায়, আগের রাতেই নারায়ণগঞ্জ থেকে কন্টেইনারটি ছিনতাই হয়েছে। পরে তাদের আটক করে থানায় সোপাদ্দ করা হয়।