মোঃ তানসেন আবেদীন,নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৪ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মেহেদী হাসান (২০)। তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মো. রহিমের ছেলে।
এ ঘটনায় র্যাব-১১ এর পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকায় র্যাব একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। সন্দেহজনক আচরণ করায় মেহেদী হাসানকে থামতে সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদের সময় তিনি পালানোর কোনো যৌক্তিক কারণ জানাতে পারেননি। এরপর র্যাব তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি খালি ম্যাগজিনসহ রিভলবার উদ্ধার করে। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “র্যাব অস্ত্রসহ মেহেদী হাসানকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।”
এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।