দিনাজপুরের বিরামপুর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী এবং ইজিবাইক চালক নিহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) বিকেল প্রায় সাড়ে ৪টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিছকিনি রেল ঘুণ্টি এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়।
নিহত ব্যাক্তিরা হলো, নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রামের আনোয়ারের ছেলে সায়েম ইসলাম (১৬)। তিনি দশম শ্রেনীর শিক্ষার্থী। সায়েম বিরামপুর আদর্শ হাইস্কুলের দশম শ্রেণিতে পড়াশুনা করে।এবং অপর ব্যাক্তি একই উপজেলার সাঁকোপাড়া গ্রামের মজিবরের ছেলে ইজিবাইকচালক নুরুজ্জামান হোসেন (৩৫)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, দুপুরে কোচিং শেষে ইজিবাইকে বাড়ি ফিরছিল শিক্ষার্থী সায়েম। পথে উপজেলার রেলঘুন্টি এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সায়েম নিহত হয়।
আহত অবস্থায় ইজিবাইকের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।