নাটোর প্রতিনিধিঃ
সোমবার(৩ মার্চ) বিকালে নাটোর শহরের একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত নাটোর জেলা কমিটি আগামী ১২ ঘন্টার মধ্যে বাতিল না করলে সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারি দিয়েছে পদ বঞ্চিত সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর একটি পক্ষ।
সংবাদ সম্মেলনে তারা নবগঠিত কমিটিকে অবৈধ ও পকেট কমিটি আখ্যায়িত করে এই কমিটি দ্রুত বাতিল এবং কমিটি পুনঃবহাল সহ চার দফা দাবি জানান বক্তার।
সংবাদ সম্মেলনে বলা হয় ৫ জানুয়ারি ২৯৫ জন কে সদস্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার একটি কমিটি ঘোষনা করা হয়। সেই থেকে কেন্দ্রীয় সকল কর্মসূচি পালন করে আসছিল তারা। কিন্তু আগের কমিটি বিলুপ্তি ছাড়াই হঠাৎ করে গত ২৮ ফেব্রুয়ারী ভোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
ফেসবুক পেইজে ২ শতাধিকের অধিক সদস্য করে ৬ মাসের জন্য আরেকটি কমিটি ঘোষনা করা হয়। কিন্তু নতুন ঘোষিত কমিটির বেশিরভাগ সদস্য আন্দোলনে না থাকার পাশাপাশি পরিবারতন্ত্র এবং একই ব্যক্তিকে একাধিক স্থানে রেখে কমিটি ঘোষনা করা হয়। যা সংগঠনের সাথে আদর্শিক ভাবে সাংঘর্ষিক।
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার পূর্বের কমিটির সদস্য সচিব মশিউর রহমান ফুয়াদ বলেন, ছাত্রদের ন্যায় সঙ্গত দাবিকে গুরুত্ব দিয়ে অবিলম্বে আগামী ১২ ঘন্টার মধ্যে নব কমিটি বাতিল করতে হবে। অন্যথায় নাটোরের রেল ও সড়কপথ অবরোধ করা হবে বলে হুশিয়ারী দেন।
এসময় অন্যান্যের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার পূর্ব কমিটির যুগ্ম আহবায়ক অনিক সরকার, সদস্য মেহেদী হাসান, মিনহাজুল আবেদিন, শাহরিয়ার তামিম, সুব্রতদেব সহ পদবঞ্চিতরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ওবায়দুল্লাহ মিম বলেন, সংবাদ সম্মেলনে হাতেগোনা দুই থেকে তিনজন আন্দোলনকারী ছিলেন। যারা নবগঠিত কমিটির পদেও রয়েছেন। জাতীয় নাগরিক কমিটির দুজনকেও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে দেখলাম। যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরোও বলেন, নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বা নামে কোন প্রকার অরাজকতা কিংবা জনদূর্ভোগ সৃষ্টি করা হলে কঠোরভাবে তা প্রতিরোধ করা হবে।