মোঃ তাজুল ইসলাম, সুবর্ণচর প্রতিনিধি;
নোয়াখালীর সুবর্ণচরে শশুর বাড়িতে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর পর ঘরের মধ্যে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) গভীররাতে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে হাজীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণ পাশে ফারুক বসুগো বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত রিয়া আক্তার (২১) উক্ত বাড়ির হেদায়ের উল্লাহ ফারুকের ছেলে প্রবাসী ছেলে জাহিদের স্ত্রী এবং একই ইউনিয়নের আনছার মিয়ার হাট এলাকার সাহাব উদ্দিনের মেয়ে।
স্থানীয় লোকজন জানায়, রাত আনুমানিক ১ টার দিকে বিষয়টা জানাজানির পর প্রতিবেশীরা এসে ঝুলন্ত লাশ দেখতে পান। এটিকে শ্বশুরবাড়ি লোকজন আত্মহত্যা বলে দাবি করে।
তবে তারা ঝুলন্ত লাশের দেহের পা দুটি ভাজ করা খাটের সাথে লাগানো অবস্থায় দেখতে পেয়ে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে সন্দেহ করেন। তখন কিছু স্থানীয় লোকজন ছবি তুলে ও ভিডিও করে।
সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলে এটাক আত্মহত্যার আলামত হিসেবে তারা মনে করেন না।
চর জব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহটি নিয়ে গিয়েছে এবং সুরতহাল ময়নাতদন্তের কাজ চলমান।