নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়নে মঙ্গলবার (৪ঠা মার্চ) প্রকাশিত ৫০জন খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারের মাঝে রাজগাতী ইউনিয়নের ২১নং ক্রমিকের মোঃ আতাউর রহমান (বুলবুল) ও ২৪নং ক্রমিকের মোঃ ফারুক মিয়ার বিরুদ্ধে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে।
রাজগাতী ইউনিয়নের খালপাড়া গ্রামের মোঃ মোস্তাক নাদিম এবং দক্ষিণ কয়রাটি গ্রামের মোঃ মিজানুর রহমান লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানাগেছে, মোঃ আতাউর রহমান বুলবুলের কালিগঞ্জ বাজারে নিয়ম অনুযায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের কোন গোডাউন নেই কিন্তু তদন্তের সময় একটি রাজনৈতিক দলের অফিস দেখানোর পরেও তার ডিলার কিভাবে হয়।
তা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরদিকে ২৪নং ক্রমিকের ডিলার মোঃ ফারুক মিয়ার প্রতিষ্টানের নাম ইদ্রিস স্টোর। মূলত ইদ্রিস স্টোর নামে দক্ষিণ কয়রাটি মোড়ে কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই। তড়িগড়ি করে তদন্তের সময় তার আত্মীয়র বসত ঘর গোডাউন হিসাবে দেখানো হয়।
যা ডিলার নিয়োগের পরিপন্থি। স্থানীয় সর্বস্তরের জনগণ উল্লেখিত ২জন ডিলারের নিয়োগ বাতিল করার জোরদাবী জানিয়েছেন। উক্ত বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা জানিয়েছেন, ২টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। যথাযথ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তারা তথ্য গোপন করে থাকলে ডিলারশীপ বাতিল করা হবে।