সাজেদুল ইসলাম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
মাহে রমজানে দিনের বেলায় হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে পর্দা টানিয়ে প্রকাশ্যে দিবালোকে পানাহার বন্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিগণ।
রমজানে পবিত্রতা রক্ষা ও সকল অশ্লীলতা বন্ধে সোমবার (৩ মার্চ) বাদ যোহরের পর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ প্রতিবাদ মিছিল বের করা হয়।
এরপর মিছিলটি গোবিন্দাসী-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দাসী বাজারে এসে শেষ হয়। এসময় প্রায় শতাধিক মুসুল্লি মিছিলে অংশ নেয়।
এর আগে কষ্টাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাহাঙ্গীর হোসেনের আহ্বানে মুসল্লিরা গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন।