মো:ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় ইটভাটা সমিতি ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইটভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর, বন্ধের প্রতিবাদে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, ঘাটাইল উপজেলা শাখা।
মঙ্গলবার বেলা ১১টায় ঘাটাইল উপজেলা পরিষদের মুল ফটকের সামনে বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিক মিলে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশটি ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান সরকার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, ভাটা মালিক সুলতান মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, আমরা বিগত ৩৫ বছর যাবত ভাটা পরিচালান করে আসছি। উপজেলায় ৬৪টি ইটভাটায় প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে চলছে। এসব ইটভাটা প্রায় ৩৫ বছরের অধিক সময় ধরে চলমান রয়েছে।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক ২০১৩ সালের পরিবেশ আইন অনুযায়ী অধিকাংশ ইটভাটাকে ছাড়পত্র প্রদান না করায় এবছর সবগুলো অবৈধ ভাটা হিসেবে আখ্যায়িত হয়, অথচ সেই ভাটাগুলোর কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হার জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসন্স, শ্রম অধিদপ্তর লাইসন্স, ট্রেড লাইসেন্স বাবদ প্রতি বছর লাখ লাখ টাকা অগ্রিম রাজস্ব দিয়ে আসছে।
এ ছাড়াও ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংক ঋণ বা দায়দেনা করেছে। শ্রমিকদের অগ্রিম হিসেবে বড় অংকর টাকা ৬ মাস পূর্বেই প্রদান করা হয়েছে। এসময় ইট ভাটাগুলো বন্ধ করলে তারা বড় ধরণের অর্থনতিক ঝুঁকিতে পড়বেন। তাদের জীবন জীবিকা ব্যাহত হয়ে পড়বে। মানবিক বিবেচনায় ইটভাটাগুলো পরিচালনা করার সুযোগ দেবার জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান।