আক্কাছ আলী (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় তাদের বহনকরা মাইক্রোবাসটিও ভাঙচুর করে স্থানীয়রা।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকাররা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে জুয়েল (৪০), পটুয়াখালীর লোহালিয়া এলাকার ইদ্রিস মৃধার ছেলে বাচ্চু (৩৫) ও গলাচিপা চরপাড়া গোয়ালিয়া এলাকার খলিল মিয়ার ছেলে হাফিজ (৬০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছিনতাই শেষে মাইক্রোবাসে করে ছিনতাইকারীরা পালিয়ে যাচ্ছে এমন সংবাদে মহাসড়কের পাশে অবস্থান নেয় স্থানীয়রা। সকাল সাড়ে ১০ টার দিকে একটি সাদা মাইক্রোবাসের বেপরোয়া
গতিবিধির কারণে সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা সড়কে ট্রাক রেখে মাইক্রোবাসের গতিরোধ করে এবং মাইক্রোবাসে থাকা ৩ জনকে নামিয়ে বেধড়ক মারধর করে এবং মাইক্রোবাস ভাঙচুর করে। পরে সংবাদ পেয়ে পুলিশ এসে আহত অবস্থায় তাদের হেফাজতে নিয়ে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে সন্দেহ করা হচ্ছে, তারা অসৎ উদ্দেশ্যেই এখানে এসেছে।