মোঃ জয়নাল আবেদিন জয় রাজশাহী ব্যুরো,
ইয়াতিম ভাকফি বাংলাদেশ” এর উদ্যোগে রাজশাহী জেলাধীন পুঠিয়া উপজেলার বানেশ্বর শিশু একাডেমিতে মাহে রমজান উপলক্ষে ইয়াতিমদের মাঝে রমজানের ফুড প্যাকেজ,চাউল,সয়াবিন তেল,খেজুর.,আলু,সেমাই রসুন,পেঁয়াজ,ছোলা,চিনি লবন,বিতরণ করেন,তুরস্ক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “ইয়াতিম ভাকফি” ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াত ইসলামের সহ-সাধারণ সম্পাদক পুঠিয়া দুর্গাপুরের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান লিটন।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শে আদর্শিত করে জীবন গড়ে তুলার আহ্বান করেন। এবং মাহে রমজানে শিশুদের কে কোরআন শিক্ষার আওতায় আনার তাগিদ দেন।
উক্ত মাহে রমজানের ফুট প্যাকেজ বিতরণীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়ত ইসলামী বানেশ্বর ইউনিয়নের আমির জনাব হাসানুজ্জামান,বাংলাদেশ
শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুল কালাম আজাদ সহ জামায়াত ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ।