মজিবর রহমান,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তি যোদ্ধা সেলিম জমাদ্দার (৭৫) এর লাশ দাফন করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার মধ্য সোনাখালীতে রাষ্ট্রের পক্ষে গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম এবং থানা অফিসার ইন চার্জ (ওসি) আবদুল্লা আল মামুন।
বীরমুক্তি যোদ্ধা সেলিম জমাদ্দার আমড়াগাছিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ও মধ্য সোনা খালী গ্রামের মৃত হাসেম আলী জমাদ্দারের ছেলে।
এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন পাশ্ববর্তী স্নরন খোলা উপজেলার ইয়াং অফিসার বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মঠবাড়িয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন,
বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন,বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া,বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার মাতুব্বর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,ইমাম,শিক্ষক প্রমুখ।
এর আগে গতকাল (২ মার্চ) বিকেলে স্টোক জনিত রোগে আক্রান্ত হলে সন্ধ্যায় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। বীর মুক্তিযোদ্ধা সেলিম জমাদ্দার মধ্য সোনা খালী ৮ ওয়ার্ডের দীর্ঘদিন ইউপি সদস্য (মেম্বর) ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এই ইউপি সদস্যে’র মৃত্যুতে মুক্তিযোদ্ধা সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।