মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে আল-আমিন হোসেন নামের এক কৃষকের তিন বিঘা জমির গম ক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির শিকার হয়েছেন বলে দাবী করেছেন ওই কৃষক।
ভুক্তভোগী কৃষক আল-আমিন হোসেন জানান, তিনি তার পৈতৃক সূত্রে পাওয়া তিন বিঘা জমিতে গমের চাষ করেছিলেন। গত ৪-৫ দিন আগে তার এক ভাই মৃত্যুবরণ করায় পরিবারের সবাই মরদেহ নিয়ে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় সুযোগ বুঝে একই গ্রামের চাঁদ নওরীর ছেলে নুরকুল ও তার ছেলে সাহাজুল এবং ফয়জুলের ছেলে আব্দুর রাজ্জাক তার জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে।
প্রথম দিকে বিষয়টি বুঝতে না পারলেও সোমবার সকালে মাঠে গিয়ে তিনি দেখতে পান, গমক্ষেত ও গমের শীষ শুকিয়ে যাচ্ছে। এতে তার গমের ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষক আল-আমিন।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, এ ব্যাপারে ওই ক্ষেত মালিক অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।