সাজেদুল ইসলাম,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
বিএনপির ভাইস চেয়ারম্যান ও কারামুক্ত সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর শারীরিক সুস্থতার জন্য টাঙ্গাইলের ভূঞাপুরে গণ ইফতার আয়োজন করেছেন গোবিন্দাসী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম মওলা।
রবিবার (৩ মার্চ) মাহে রমজানের প্রথম রোজায় গোবিন্দাসী খানু বাড়ি জামে মসজিদ মাঠে এই ইফতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সভাপতি লুৎফর রহমান ঠান্ডু, গাবসারা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল ভূঁইয়া, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহির মণ্ডল, গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা।
ইফতারে অংশগ্রহণকারীরা সালাম পিন্টুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।
আয়োজক গোলাম মওলা বলেন, সালাম পিন্টু আমাদের অনুপ্রেরণা। তার সুস্থতার জন্য আমরা দোয়া করছি এবং এই আয়োজন করেছি যাতে সবাই একসঙ্গে তার মঙ্গল কামনা করতে পারেন।
প্রসঙ্গত, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টুর ১৯৯১ ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হন তিনি। দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।