নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ এর জের ধরে মারামারি ঘটনায় মোঃ সাগর নামে একজন গুরুতর আহত হয়েছে ও এ ঘটনায় একজন কে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার ( ২ মার্চ) বেলা এগারোটার দিকে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে কলহের জের ধরে মোঃ সাগর ওই এলাকার মোঃ শামিম হোসেন পিতা আনিছুর সহ সুমন,শাহিন,সোহেল, আরিফ তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় কথা-কাটাকাটির একপর্যায়ে শামিম হোসেন পিতা আনিছুর সাগর কে মাথায় বাশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। উক্ত ঘটনায় সাগর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
আহত মোঃ সাগর সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকায় মঈন এর ছেলে।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে উক্ত ঘটনার প্রধান আসামি ওই এলাকার আনিসুর রহমানের ছেলে শামিম কে আটক করে সিংড়া থানায় সোপর্দ করেছে।