সাব্বির হোসেন, লালমনিহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আওয়ামী লীগ নেতা ও ফকিরপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান চয়ন এবং নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ মার্চ) দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের ফকিরপাড়া এলাকা থেকে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খালেকুজ্জামান চয়ন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং ফকিরপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, স্বাধীন হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।
পুলিশের বরাত দিয়ে জানানো হয়, খালেকুজ্জামানকে যাত্রাবাড়ীর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আটক করা হয়েছে। এছাড়া স্বাধীনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়, যা জরুরি পরিস্থিতিতে সন্দেহভাজন ব্যক্তিকে আটকের ক্ষেত্রে প্রযোজ্য।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “উভয় আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হবে।” তিনি আরও উল্লেখ করেন, ঢাকার মামলার তদন্তের প্রেক্ষিতে খালেকুজ্জামানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। পুলিশের কর্মকাণ্ডে স্থানীয়ভাবে কিছু উত্তাপ তৈরি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, খালেকুজ্জামান চয়ন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত। তবে তার বিরুদ্ধে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ ইতিপূর্বে উঠলেও এটিই প্রথম গ্রেফতার। অন্যদিকে, স্বাধীনের গ্রেফতারের কারণ হিসেবে পুলিশ তার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমের যোগসূত্রের কথা উল্লেখ করেছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো প্রকার বৈষম্য ছাড়াই আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আগামীকাল আদালতে তাদের উপস্থাপনের মধ্য দিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ শুরু হবে বলে জানা গেছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?