নূরুল আলম কামাল, নেত্রকোনা:
রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং সিন্ডিকেট ভাঙ্গতে প্রথম রমজানে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। আজ রোববার দুপুরে জেলা শহরের বাজার গুলোতে এই মনিটরিং করা হয়।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারর যৌথভাবে বাজার তদারকিতে শহরের ছোট বাজার এলাকার মেছুয়া বাজার, কাঁচা বাজার, তেলের গোডাউনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং করেন।মনিটরিংকালে প্রথম দিনে ব্যবসায়ীদেরকে সতর্কতা করা হয়। কোন ধরনের সিন্ডিকেট বা ভোক্তাদের হয়রানি করার খবর পেলেই কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, শামীমা ইয়াসমীন, মুন মুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব পাঠান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম সদর মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ প্রমুনেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম বলেন, আইনশৃঙ্খলা সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য জেলা পুলিশ তৎপর রয়েছে। এছাড়া জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা একযোগে কাজ করছে। যদি কেউ বাজারের দ্রব্য মূল্য অস্থিতিশীল করতে চায় খবর পাও মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, জেলার সবচেয়ে বড় পাইকারী মেছুয়া বাজারের ব্যবসায়ী ও ভোক্তাদের সাথে কথা বলেছি। দ্রব্যমূল্য নিয়ে কোন প্রকার কারসাজি না হয় এ বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। দ্রব্যমূল্য এখন পর্যন্ত সঠিকভাবেই চলছে। এছাড়া বাজারে ভোজ্য তেলের কিছু ক্রাইসিস রয়েছে। ভোজ্য তেলের পরিবেশকের গোডাউন পরিদর্শন করেছি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাতে কোনো অসাধু চক্র সিন্ডিকেট তৈরি করে মূল্য বৃদ্ধি করতে না পারে সে জন্যে মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রত্যেকটি টিম দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ বাজার মনিটরিংয়ের কাজ করবে।