সাইফুল ইসলাম, কয়রা ( খুলনা) প্রতিনিধি :
তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’—প্রতিপাদ্যে দেশে ৭ম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হচ্ছে।
ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২ মার্চ থেকে দিনটি পালন করে আসছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
এ উপলক্ষে রবিবার (২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হযঅনুষ্ঠানের প্রধান অতিথি কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, গণতন্ত্র, নির্বাচন, ভোটাধিকার বিষয়ে, জনসাধারণ,
বিশেষত তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর জাতীয় ভোটার দিবস উদযাপনের গুরুত্ব রয়েছে।দিবসটি মূলত সচেতনতা ও প্রচারণা মুলক হওয়ায় ভোটারদের মধ্যে আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ দিবস।
এ দিবস ভোটারদের উদ্বুদ্ধ করার দিবস। ভোটদানে উৎসাহিত করাই এ দিবসের প্রধান উদ্দেশ্য। ভোটার নিবন্ধন একটি প্রক্রিয়া। তাই আলাদা দিবসের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে।
জনগণের সঙ্গে সরকার ও জন প্রতিনিধিদের সম্পর্ক স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ভোট। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে আরো বলেন, ভোটার হওয়া থেকে শুরু করে এনআইডির বিভিন্ন তথ্য কারেকশনের লক্ষ্যে সরাসরি উপজেলা নির্বাচন অফিসারের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাচন অফিসার মুহতারাম বিল্লাহ বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২ মার্চ থেকে দিবসটি পালিত হচ্ছে।
মূলত জনসাধারণের মধ্যে ভোটার হওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি এ কর্মসূচির লক্ষ্য। এ কার্যক্রমের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি সম্পৃক্ত রাখা হয়।
গণতন্ত্রকে সুসংহত করতে এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব ভোটার যোগ্য নাগরিকের অংশগ্রহণ অতীব গুরুত্বপূর্ণ ।
তাই ভোটার হওয়ার অধিকার একটি নাগরিক অধিকার, সর্বজনীন অধিকার। ভোটারদের জন্য একটি দিন খুবই গুরুত্বপূর্ণ, যে দিনটি নির্বাচন কমিশন বা অন্য কারো হবে না, হবে শুধু ভোটারদের জন্য।
জাতীয় পরিচয় পত্র বা ভোটার তালিকা হালনাগাদ করার যে সেবা নির্বাচন কমিশন দেয়, সেটাকে মানুষের দৌর গড়ায় পৌঁছে দিচ্ছে মাঠ পর্যায়ের অফিসে জনগণকে দেওয়া ওয়ান স্টপ সার্ভিস।
তিনি আরো বলেন, এবারে চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংযুক্ত হয়েছে ৬৫২০জন।উপজেলায় মোট ভোটার ১৮৩৮৮৭ জন।পুরুষ ভোটার- ৯২৬৯৭জন ও মহিলা ভোটার ৯১১৮৮জন এবং তৃতীয় লিঙ্গ ২ জন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক উদ্দিন, কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার প্রমুখ।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?