বুধবার, ১২ মার্চ ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

হিমাগার দ্বিগুন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে কৃষকদের সড়ক অবরোধ

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদে কৃষকরা বুড়িমারী মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন। আজ শনিবার সকাল থেকে কয়েক শতাধিক কৃষক সড়কে আলু ফেলে যানবাহন চলাচল বন্ধ রাখেন। তাদের দাবি, ২৪ ঘন্টার মধ্যে হিমাগার কর্তৃপক্ষ যদি সংরক্ষণ খরচ আগের মতো না কমায়, তবে হিমাগারগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হবে।   […]

প্রতিনিধি ডেস্ক

০১ মার্চ ২০২৫, ১৬:১১

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদে কৃষকরা বুড়িমারী মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন। আজ শনিবার সকাল থেকে কয়েক শতাধিক কৃষক সড়কে আলু ফেলে যানবাহন চলাচল বন্ধ রাখেন।

তাদের দাবি, ২৪ ঘন্টার মধ্যে হিমাগার কর্তৃপক্ষ যদি সংরক্ষণ খরচ আগের মতো না কমায়, তবে হিমাগারগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হবে।  

কৃষকদের বক্তব্য, গত বছর প্রতি কেজি আলু সংরক্ষণের খরচ ছিল সাড়ে ৪ থেকে ৫ টাকা। কিন্তু এবার কোনো নোটিশ ছাড়াই তা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে।

এছাড়া আলুর বস্তার ভাড়া গত বছর ৭০ টাকা ছিল, যা এখন ১০০ টাকা। অথচ আলুর বর্তমান বাজার মূল্য মাত্র ১৫-২০ টাকা কেজি, যা উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত কম। 

কৃষকদের অভিযোগ, হিমাগার মালিক সমিতি বড় ব্যবসায়ীদের সাথে বৈঠক করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যা কৃষকদের জন্য বিপজ্জনক। গত বছর উৎপাদন খরচ ও বাজারমূল্য সামঞ্জস্যপূর্ণ থাকলেও এবার উভয়ক্ষেত্রেই চাপ তৈরি হয়েছে।

রোকনুজ্জামান রোকন একজন কৃষক বলেন, “আলু উৎপাদনে প্রতি একরে ৬০-৭০ হাজার টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে ৩০-৪০ হাজার টাকায়। এখন হিমাগার ভাড়া বাড়ায় সংরক্ষণই অসম্ভব।”  

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি, হিমাগার ভাড়া অবিলম্বে পূর্বের স্তরে নামিয়ে আনতে হবে,

নইলে কৃষকদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে। এদিকে, মহেন্দ্রনগর বাজারের ব্যবসায়ীরাও কৃষকদের সমর্থন জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মমিন বলেন, “কৃষকদের দাবি যৌক্তিক। জেলা প্রশাসন বিষয়টি জরুরি ভিত্তিতে সমাধান করবে বলে আশা করি।”  

কৃষক নেতা রফিকুল ইসলাম সতর্ক করেছেন, “আমরা ২৪ ঘন্টা সময় দিয়েছি। দাবি না মানলে হিমাগারগুলোতে তালা লাগানো হবে এবং বৃহত্তর আন্দোলনের দিকে যাব।”

এ অবস্থায় হিমাগার মালিক সমিতির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় উত্তেজনা বাড়ছে।  

মোঃ মাজাহারুল ইসলাম মামুন (৩২) একজন কৃষি উদ্যোক্তা, “এবার আলু চাষ করে গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা। বীজ-সারের দাম দ্বিগুণ, ফসলের দাম অর্ধেক।

এমন লসে কৃষক বাঁচবে কীভাবে?” তাঁর এই প্রশ্ন এখন গোটা মহেন্দ্রনগর এলাকার কৃষকদের কণ্ঠস্বর।  

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার লালমনিরহাটে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে। এমন প্রেক্ষাপটে কৃষকদের সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

সারাদেশ

১৬ বছর চাকুরিচ্যুত পুলিশ কর্মকর্তা অপারেশন ডেভিল হান্টের নেতৃত্বে

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে বলেছেন,অপারেশন […]

নিউজ ডেস্ক

০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২০:৪৬

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে বলেছেন,অপারেশন ডেভিল হান্ট শুরু।

এই অপারেশনের নেতৃত্বে রয়েছেন ১৬ বছর চাকুরিচ্যুত থাকার পর চাকরি ফিরে পাওয়া এক পুলিশ কর্মকর্তা।

সারাদেশ

সেই ৩ ডাকাতের মিলেছে পরিচয়

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আত্মসমর্ণ করা ডাকাতরা হলেন- শারাফাত, শিফাত ও নিরব। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এতথ্য নিশ্চিত করেছেন। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ভবনের নিচতলার বরিশাল ফার্মেসি মালিক ও প্রত্যক্ষদর্শী […]

নিউজ ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আত্মসমর্ণ করা ডাকাতরা হলেন- শারাফাত, শিফাত ও নিরব।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ভবনের নিচতলার বরিশাল ফার্মেসি মালিক ও প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের চিল্লাচিল্লি শুনে এগিয়ে এসে দেখি ব্যাংকে ডাকাত ঢুকেছে। এসময় ব্যাংকের গেট ও জানালা বন্ধ করে দেওয়া হয়।

তিনি জানান, আটক তিন ডাকাতের বয়স ১৮ থেকে ২০ হবে। জানালা দিয়ে সবাইকে বন্দুক উঁচিয়ে হুমকি দেয়। সবার মুখে মাস্ক ছিলো। হাতে অস্ত্র ছিলো।

এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলেন ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রাখে।

জানা গেছে, ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। এ সময় নিরাপত্তার স্বার্থে ব্যাংক–সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সন্ধ্যার দিকে আত্মসমর্পণ করে তারা।

 

সারাদেশ

নাটোরে ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

মনিরুল ইসলাম ডাবলু, (নাটোর প্রতিনিধি): নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনে যাত্রাবিরতি অবস্থায় আকস্মিকভাবে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুই বগির মাঝখানে হুকটি ভেঙ যায়। এতে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। নতুন হুক লাগিয়ে ও সংযোগ স্থাপনের পর এক ঘন্ট বিলম্বে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ […]

নিউজ ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৩

মনিরুল ইসলাম ডাবলু, (নাটোর প্রতিনিধি):
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনে যাত্রাবিরতি অবস্থায় আকস্মিকভাবে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুই বগির মাঝখানে হুকটি ভেঙ যায়। এতে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নতুন হুক লাগিয়ে ও সংযোগ স্থাপনের পর এক ঘন্ট বিলম্বে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টা ১০ মিনিটে মাধনগর রেলওয়ে স্টেশনের ৩ নং লাইনে এ ঘটনা ঘটে।
অপর লাইনগুলো সচল থাকায় অন্যান্য ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি।
মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ উজ্জ্বল আলী এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ১২ টা ১০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনের ৩ নং লাইনে প্রবেশ করে।
স্টেশন বিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের (ঝ) বগি ও (ঞ) বগির মাঝখানের সংযোগ হুক ভেঙে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মেরামত শেষে দুপুর সোয়া ১ টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।