নেত্রকোনা প্রতিনিধি :
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর কলমাকান্দা থানা মোড় এলাকায় কলমাকান্দা হেফাজতে ইসলাম এ সমাবেশ করে।
এ সময় কটূক্তিকারী সুপ্ত সাহা অনিক ও রাখাল রাহাকে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। সুপ্ত সাহা অনিক কলমাকান্দা সদর ইউনিয়নের মন্তলা গ্রামের সুনীল সরকারের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হল শাখার সহ-সভাপতি।
প্রতিবাদ সমাবেশে হেফাজতে ইসলামের উপজেলা শাখার সভাপতি মাওলানা উসমান গনি, সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম হামিদী, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন ও মাওলানা মাসুদুর রহমান হাবিবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী উসমান যুক্তিবাদী, আইন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান ফারুকী ও প্রভাষক মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা, মহানবী (সা.)-কে নিয়ে কট‚ক্তিকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।