কে, এইচ, এম, নূরুল আলম কামাল, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোণার কলমাকান্দায় হিন্দু যুবক সুপ্ত সাহা অনিক মহানবী (সা.) এর শানে কটূক্তি করে। এটি সুস্পষ্ট বেয়াদবি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। মহানবীর শানের জন্য অপমানজনক। এটি চরম পর্যায়ের ইসলাম বিদ্বেষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এর প্রতিবাদে নেত্রকোনা ইসলামী ছাত্র আন্দোলনের তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে নেত্রকোনা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সায়াদ আল ফাহীম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান নির্জন এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
তারা আরও উল্লেখ করেছেন, সুপ্ত সাহা অনিক কর্তৃক মহানবীর অপমান নেত্রকোনার তাওহীদি জনতার বুকে দ্রোহের আগুণ জ্বেলে দিয়েছে। নেত্রকোনার সাধারণ মুসলমানরা ক্ষুব্ধ।
যদি অনতিবিলম্বে এবং দ্রুত একে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয় তাহলে নেত্রকোনায় মুসলিম জনতার যে দ্রোহের এবং ক্ষোভের বিস্ফোরণ ঘটবে তার দ্বায় প্রশাসনকে নিতে হবে।
সবশষে নেতৃবৃন্দ আরও বলেন, নেত্রকোনা অলি আওলিয়া এবং পূন্যবান জ্ঞানী গুণীদের বিচরণ ক্ষেত্র। সুপ্ত সাহা অনিকের এহেন আচরণ নেত্রকোনার ইতিহাসকে কলঙ্কিত করেছে। দ্রুত তাকে গ্রেফতার করতে প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি।